ভারতের উদ্দেশে বিমান ধরার আগে দলের খেলোয়াড় তালিকা চূড়ান্ত করতে পারেননি কোচ হ্যাভিয়ের কাবরেরা। প্রাথমিক দলে থাকা ২৭ ফুটবলারের মধ্যে ২৪ জনকে নিয়ে ভারতে গেলেন এই স্প্যানিশ কোচ।
সৌদি আরবে এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করেও জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি ফাহমিদুল ইসলামের। যেটা নিয়ে গত দুদিন ধরে নানা আলোচনা সমালোচনায় মুখর দেশের ফুটবলাঙ্গন। বাংলাদেশ দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা মনে করেন, জাতীয় দায়িত্বের জন্য প্রস্তুত হতে আরও সময় লাগবে ফাহমিদুলের।